হাসিনা সরকারের শাসনামলে ৫০ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক দায় শোধ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, “স্বৈরাচারী হাসিনা সরকার ১৫ বছরে দেশের সব প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করেছে, এবং আমরা এখন সেগুলো পুনর্গঠন করার চেষ্টা করছি।”
বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেন, “বৈদেশিক বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার জন্য সরকার কাজ করছে। ইতোমধ্যে কিছুটা সাফল্য অর্জিত হয়েছে। মূল্যস্ফীতি কমানোর বিষয়েও প্রচেষ্টা চালানো হচ্ছে, এবং আশা করা হচ্ছে যে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে “
বাণিজ্য উপদেষ্টা বলেন, “খাদ্য মজুত বর্তমানে প্রয়োজনের চেয়ে বেশি। বিশেষত, বোরো ধানের ফলন ভালো হওয়ায় দেশের খাদ্য মজুত আরও শক্তিশালী হয়েছে।”
শেখ বশিরউদ্দীন আরও বলেন, “যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে সরকার গুরুত্ব সহকারে কাজ করছে। এই বিষয়ে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল শিগগিরই যুক্তরাষ্ট্রে যাবে। আশা করা হচ্ছে যে, তারা একটি সন্তোষজনক সমাধান পাবে।”
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























