রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলা এলাকায় প্রাইভেট কার থেকে চাঁদা নেওয়া সেই যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত দেড়টার দিকে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন।
আটক যুবকের নাম মো. আশরাফুল (২৩)।তিনি রাজধানীর হাজারীবাগ এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জে।
ডিসি বলেন, “চাঁদা নেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবক মো. আশরাফুলকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
মঙ্গলবার আশরাফুলের চাঁদা আদায়ের একটি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে। এর পরেই তাকে ধরতে অভিযান চালানো হয় বলে জানান ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেট কার মালিকের সঙ্গে ওই যুবকের কথা কাটাকাটি হয়।
প্রাইভেট কারে বসা এক ব্যক্তি ওই যুবককে মাস্তানি করার বিষয়ে প্রশ্ন করেন। উত্তরে যুবক বলেন, “হ করতাছি, কোনো সমস্যা?” এ সময় পাশে প্রাইভেট কার মালিকের স্ত্রী ওই যুবকের নাম জানতে চান। উত্তরে যুবক বলেন, “নাম দিয়ে কী হবে?”।
ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেট কারের মালিক বলছেন, “রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।”
গাড়ির ভেতর থেকে ভিডিও করা হচ্ছে দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, “চেহারাটা সুন্দর করে আইছে। একটা চুলও বাঁকা করতে পারবা না। এরপর যুবকটি সেখান থেকে চলে যান।”
 
                
              
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























