• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

টিকটকার তোহাকে গ্রেপ্তারের পর পুলিশ হন্যে হয়ে খুঁজছে জান্নাতকে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ১০:৫২ এএম
টিকটকার তোহাকে গ্রেপ্তারের পর পুলিশ হন্যে হয়ে খুঁজছে জান্নাতকে
ছবি : সংগৃহীত

অনলাইনে বিভিন্ন জুয়ার সাইট প্রমোশনের অভিযোগে আলোচিত টিকটকার তোহা হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার স্ত্রী হুর এ জান্নাতকেও খুঁজছে পুলিশ।

রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মিরপুর ২ নম্বর জাতীয়  ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় সোমবার রাজধানীর মিরপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা হয়। মামলার আসামিরা হলেন তোহা হোসাইন, হুর এ জান্নাত। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা দুজনই আলোচিত টিকটকার।

মামলার অভিযোগে জানা গেছে, টিকটকার তোহা হোসাইন সোশ্যাল মিডিয়ায় তার ফেসবুক পেজ টিকটক আইডি থেকে অনলাইনে বিভিন্ন জুয়ার সাইট প্রমোশন করে আসছেন। অল্প টাকা ডিপোজিট করে খুব সহজেই অধিক মুনাফা আয় করা যায়, এই মর্মে যুবসমাজকে জুয়া ও বিভিন্ন অনৈতিক কাজে প্রলুব্ধ করে আসছেন তোহা। তার প্রমোশনকৃত অনলাইন জুয়ার সাইটে অধিক মুনাফার আশায় বিনিয়োগ করছেন যুবসমাজ ও নানা পেশার মানুষ। তারা অনলাইনে জুয়া খেলে প্রতিনিয়ত প্রতারিত হয়ে সর্বস্ব হারিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, টিকটক আইডি থেকে জুয়ার সাইট প্রমোশনের অভিযোগে তোহাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামি হুর এ জান্নাতকে খুঁজছে পুলিশ।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!