ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা ভারতে পালানোর পর বিষধর রাসেল’স ভাইপারও চলে গেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, “আমি যখন এ কথাগুলো শুনি, তখন আমার রাসেল’স ভাইপার সাপের কথা মনে হয়। শেখ হাসিনা যাওয়ার পর এই সাপটাও চলে গেছে। আমি জানি না বিষয়টা এমন কেন।”
বুধবার (১৯ মার্চ) রাজধানীর মতিঝিলে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেন, “আমাদের এখানে একটা জিনিস বেশ কয়েকবার আলোচনায় এসেছে। তা হলো, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতি।”
অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কাজের কথা তুলে ধরে বাণিজ্য উপদেষ্টা বলেন, “উপদেষ্টা পরিষদ তো পয়সা-টয়সা নেয় না। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যত উপদেষ্টা রয়েছেন, তারা কেউই টাকার দিকে তাকিয়ে নেই। এই মানুষগুলো এখানে টাকার জন্য আসেননি। আমাদের কাজের সম্পর্ক বেশ স্বচ্ছ।”
ব্যবসায়ীদের উদ্দেশে শেখ বশিরউদ্দীন বলেন, “আপনারা জানেন, ইন্ডাস্ট্রিয়াল স্কেলে দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা চুরি হয়ে চলে গেছে। এখন তো দেশ থেকে এই পরিমাণ টাকা চুরি হচ্ছে না। তবে, দুর্নীতি শেষ হয়ে যায়নি। শেষ হওয়া বেশ কঠিন। এসব সমস্যা সমাধানে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। এই উদ্যোগগুলো চালুর কারণে দুর্নীতি কমেছে। সামনে আরও কমবে।”
শেখ বশিরউদ্দীন আরও বলেন, “আমরা একে-অপরের কাছ থেকে শিখি। আমরা একসঙ্গে কাজ করছি, এটাও দুর্নীতি কমার একটি লক্ষণ।”
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























