মেট্রোরেলের বাড়তি নিরাপত্তার স্বার্থে এখন থেকে প্রতি সেট ট্রেনের (৬টি কোচ) ভেতরে দুইজন করে এমআরটি পুলিশ সদস্য নিযুক্ত থাকবেন। এ ছাড়া স্টেশনেও পর্যাপ্তসংখ্যক নিরাপত্তা সদস্য উপস্থিত থাকবেন।
মঙ্গলবার (৪ মার্চ) থেকে এটি কার্যকর করা হয়েছে বলে জানান এমআরটি (ম্যাস র্যাপিড ট্রানজিট) পুলিশের পরিদর্শক (অপারেশন) সুজিত কুমার গোমস্তা।
সুজিত কুমার গোমস্তা বলেন, “যাত্রীদের সঙ্গে থাকা বাচ্চা, বৃদ্ধ এবং মালামাল হারানো গেলে তাৎক্ষণিক খুঁজে বের করা, চুরি-ছিনতাই প্রতিরোধ করা, যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা নিয়ন্ত্রণসহ নাগরিক চাহিদা অনুযায়ী সমস্যা সমাধানের চেষ্টা করবে এমআরটি পুলিশ।”
এমআরটি পুলিশের জনবল বৃদ্ধি করলে এবং পূর্ণাঙ্গ স্বতন্ত্র ইউনিট প্রতিষ্ঠা হলে সেবায় মান আরও বৃদ্ধি করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন সুজিত কুমার গোমস্তা।
দপ্তরের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, মেট্রো ট্রেনের কোচের ভেতর এমআরটি পুলিশ সদস্যদের প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। তারা কোচের ভেতর টহলে থাকবেন।
এ ছাড়া ৬টি কোচের একটি ট্রেনে মোট ২ জন এমআরটি পুলিশ সদস্য থাকবেন। সেই হিসেবে চলমান ১০টি ট্রেনে ২০ জন সদস্য দায়িত্ব পালন করবেন। সকাল থেকে দুপুর ও দুপুর থেকে রাত; এই ২ শিফটে তারা কাজ করবেন। স্টেশনগুলোতে যেসব এমআরটি পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন, তারাও থাকবেন।
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    



























