• ঢাকা
  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাজধানীতে আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, ৪ মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০১:৫৯ পিএম
রাজধানীতে আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, ৪ মরদেহ উদ্ধার
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (৩ মার্চ) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য  নিশ্চিত জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

ফায়ার সার্ভিস জানায়, রাজধানীর শাহজাদপুরের ‘সৌদিয়া হোটেলে’ আগুনের ঘটনা ঘটে। দুপুর ১২টা ১৭ মিনিটে ফায়ার সার্ভিসে এ খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহতের তথ্য জানিয়ে ফায়ার সার্ভিসের বার্তায় বলা হয়,  নিহতদের মরদেহ ৬তলায় পাওয়া গেছে। একটি মরদেহ পাওয়া গেছে বাথরুমে, অন্যগুলো সিঁড়ির গোড়ায়।

Link copied!