রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে এক হাজার ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছে ৩৮৯ জন। এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে মোট গ্রেপ্তার হয়েছে ৪ হাজার ৭৪০ জন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে রোববার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৩৮৯ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ৭৫১ জনসহ মোট ১ হাজার ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে একটি দেশীয় পাইপ গান ও একটি দেশীয় তৈরি কুড়াল জব্দ করা হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেলের বাড়িতে হামলার শিকার হন প্রায় ৩০ জন সাধারণ শিক্ষার্থী। বিষয়টি নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়।
খবর পেয়ে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত হন। সেখানে সমন্বয়ক সারজিস আলম জানান, ফ্যাসিবাদের লোকজনই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। এছাড়াও অন্যান্য নেতারা দাবি করেন, শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন।
এ ঘটনার পরদিন শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে রাত ১২টা থেকে দেশজুড়ে যৌথ বাহিনী অপারেশন ডেভিল হান্ট শুরুর কথা জানানো হয়। গ্রেপ্তারদের মধ্যে যাদের বেশিরভাগই ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য।































