অযথা কালক্ষেপণ করে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছে নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আইন উপদেষ্টা বলেন, “ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন ইতোমধ্যে অনলাইনে আপলোড করা হয়েছে। কমিশনগুলো বিভিন্ন পর্যায়ে সংস্কারের কথা বলেছে, যা আগামী নির্বাচনের আগে করা যেতে পারে।”
আসিফ নজরুল বলেন, “আপনাদের মাধ্যমে আমি নিশ্চিত করে বলতে চাই, আমাদের এই সরকারের অযথা সময়ক্ষেপণ করার, সরকারে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য, রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল (মৌলিক) শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যে সংস্কারগুলো অতি জরুরি সেগুলো করার সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এটা নিয়ে কোনোরকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নাই।”
আশু করণীয়, মধ্যম মেয়াদি এবং দীর্ঘ মেয়াদি—এই তিন ধরনের সুপারিশ করেছে সংস্কার কমিশনগুলো। আশু করণীয় সুপারিশগুলোর মধ্যে অন্তত ৫০ শতাংশ এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব বলে জানান আইন উপদেষ্টা।
তিনি বলেন, “কিছু আশু করণীয় সুপারিশ আছে, যেগুলো রাজনৈতিক দলের ঐকমত্য ছাড়াই বাস্তবায়ন সম্ভব। যেসব সুপারিশ রাজনৈতিক দলের ঐকমত্যের প্রয়োজন, সেগুলো দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কিছু সুপারিশ নির্বাচনের পর পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে।”
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























