• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শনিবার শুরু হচ্ছে বইমেলা, থাকছে ‘জুলাই চত্বর’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৫, ০৪:৪৮ পিএম
শনিবার শুরু হচ্ছে বইমেলা, থাকছে ‘জুলাই চত্বর’
ফাইল ছবি

অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আগামীকাল (শনিবার)। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মাসব্যাপী এ বইমেলার উদ্বোধন করবেন । এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

শুক্রবার (৩১ জানুয়ারি) সরেজমিন বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা যায়, ধীরে ধীরে সেজে উঠছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। হাতুড়ি-পেরেক, আর রং-তুলি নিয়ে স্টল সাজানোর কাজে ব্যস্ত শ্রমিকরা। কেউ তাকে তাকে সাজাচ্ছেন বই। তবে এখনো শেষ হয়নি অধিকাংশ স্টলের কাজ।

এবার বইমেলায় তুলে ধরা হবে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের নানা দিক। থাকছে জুলাই চত্বরও। মেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা। বইয়ের মানের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিগত কয়েক বছরের তুলনায় এবারের মেলা বাণিজ্যিক হবে বলে প্রত্যাশা প্রকাশকদের।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। তিনি বলেন, যদিও সম্প্রতি মব কালচার নিয়ে কিছু ঘটনা ঘটেছে, তবে বইমেলায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে নাশকতার শঙ্কা না থাকলেও মেলার নিরাপত্তা ঘিরে সতর্ক পুলিশ। শুক্রবার সকালে মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে আসেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি জানান, চব্বিশ ঘণ্টাই বিশেষ নজরদারির আওতায় থাকবে পুরো এলাকা।

এবারের বইমেলা হবে পলিথিনমুক্ত। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ‘জুলাই চত্বর’। যেখানে ফুটিয়ে তোলা হবে গণ-অভ্যুত্থানের চিত্র।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!