দীর্ঘদিন মালয়েশিয়া থাকার পর দেশে এসে আবারও ওয়াজ-মাহফিল শুরু করেছেন মিজানুর রহমান আজহারী। ৫ আগস্টের পটপরিবর্তনের পর অনেকে তাকে রাজনীতিতে যুক্ত হওয়ার কথা বলছেন। এ বিষয়ে মিজানুর রহমান আজহারী বলেছেন, “অনেকে আমাকে রাজনীতির মাঠে আসার কথা বলেছেন। আমি রাজনীতিতে আসতে চাই না। আমি কোরআনের খেদমতে কাজ করি। এর বাইরে আমি কোনো কিছু করতে চাই না।”
এ সময় তিনি নতুন বাংলাদেশে কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান জানান।
শনিবার (১১ জানুয়ারি) সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে তিন দিনব্যাপী ৩৬তম তাফসির মাহফিলের শেষ দিনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ড. মিজানুর রহমান আজহারী বলেন, ‘আমি একটি ওয়াজের ময়দানে বলেছিলাম এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি। এই বক্তব্যটি নিয়ে অনেক রাজনৈতিক নেতা ও ভাই মন খারাপ করেছেন। আমি কারও মনে কষ্ট দিতে এ কথা বলিনি। যা সত্যি তা-ই বলেছি।’
আজহারী বলেন, ‘এ কথার পর অনেকেই আমাকে রাজনীতির মাঠে আসার কথা বলেছেন। তাদের উদ্দেশে বলব, আমি কোরআনের খেদমতে কাজ করি। তার বাইরে আমি কোনো কিছু করতে চাই না।’
মাওলানা আজহারী আরও বলেন, ‘নতুন বাংলাদেশে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সব রাজনৈতিক দলের নেতাদের শপথ নিতে হবে যে আমরা কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি করব না।’
তিনি বলেন, ‘একটি নতুন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাঈদ ও মুগ্ধরা। শহীদদের স্বপ্নের বাংলাদেশ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























