রাজধানীর মোহাম্মদপুরের বারুইখোলা ধানমন্ডি রিভারভিউ মডেল টাউনের নির্মাণাধীন ভবনের সামনের খোলা জায়গা থেকে একটি শটগান ও একটি রাইফেলের ভাঙা অংশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে নির্মাণাধীন ভবনটির সামনের খোলা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় সেগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।
জানা যায়, বারুইখোলা সাদেক খান পাম্প সংলগ্ন ধানমন্ডি রিভারভিউ মডেল টাউনের নির্মাণাধীন ভবনের সামনের খোলা জায়গায় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রের কিছু অংশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে মোহাম্মদপুর থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় থাকা শটগান ও রাইফেলের ভাঙা অংশ উদ্ধার করে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশের এ কর্মকর্তা জানান।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    



























