জাতীয় ঐক্য গঠনে ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম এ কথা জানিয়েছেন।
শফিকুল ইসলাম বলেন, “প্রধান উপদেষ্টা আজ সন্ধ্যায় আমাদের ছাত্রনেতাদের সঙ্গে বসবেন। আগামীকাল (৪ ডিসেম্বর) তিনি সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন। পরদিন (৫ ডিসেম্বর) তিনি ধর্মীয় গ্রুপগুলোর সঙ্গে বসবেন।”
প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা সবার সঙ্গে সংলাপের আহ্বান করেছেন। তাদের সঙ্গে তিনি বসবেন। বৈঠকের উদ্দেশ্য জাতীয় ঐক্য। তিনি জাতীয় ঐক্যের ডাক দেবেন।”
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























