ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পাশ থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদ হাসান।
মাহমুদ হাসান বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশে বুয়েট ক্যাম্পাসের পেছন দিকে বটগাছের নিচে থেকে কমলার রঙের কাপড়ে পেঁচানো কার্টনের ভেতর থেকে অচেতন অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়। পরে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিলে কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন।
মাহমুদ হাসান আরও বলেন, “ধারণা করা হচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার পর মৃত ওই নবজাতকটিকে কেউ সেখানে ফেলে গেছে। নবজাতকের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।”
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























