• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

বেক্সিমকোর শ্রমিকদের আবারও সড়ক অবরোধ, বিকল্প পথে যান চলাচল


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০১:৫৯ পিএম
বেক্সিমকোর শ্রমিকদের আবারও সড়ক অবরোধ, বিকল্প পথে যান চলাচল

বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা।

বুধবার (২০ নভেম্বর) সকাল ৮টা থেকে গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারাবো এলাকায় চক্রবর্তী মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম গণমাধমকে বলেন বলেন, বেক্সিমকো কারখানার শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বিকল্প পথে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া এক শ্রমিক জানান, শ্রমিকদের নিয়ে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের তারিখ নির্ধারণ করার কথা থাকলেও কর্তৃপক্ষ সে কথা রাখেনি।

এর আগে মঙ্গলবার (১৯ নভেম্বর) বেক্সিমকো লিমিটেডের শ্রমিকদের অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ যৌথভাবে অর্থঋণ দেয়ার সিদ্ধান্ত নেয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!