‘গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রীকে গণমাধ্যমকর্মীরা এমন প্রশ্ন করতেন, যাতে নিশ্চিত হতো পূর্বাচলের প্লট ও ফ্ল্যাট’। এমন অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে বেনার নিউজ বাংলা আয়োজিত ‘কী চাই নতুন বাংলাদেশে’ শীর্ষক এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ আরও অভিযোগ করেন, “আমেরিকার সফরে যেতেও সাবেক প্রধানমন্ত্রীকে করা প্রশ্নের মধ্যে তেমন উপস্থাপনা থাকতো।”
তবে এমন অবস্থা যেন ২৪-এর আন্দোলন পরবর্তী বাংলাদেশে না হয়- এ আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করে বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশের বেশিরভাগ গণমাধ্যম ডিজিএফআইয়ের প্রেসক্রিপশনে সংবাদ পরিবেশন করেছে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এ প্রসঙ্গে আরও বলেন, “আন্দোলনের সময় বিভিন্ন গণমাধ্যমের সংবাদ ও শিরোনাম ডিজিএফআইয়ের ফোনকলে পরিবর্তন হয়ে গেছে। সে সময় আমাদের বক্তব্য টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম প্রচার করেনি। উল্টো গণভবনের নির্দেশনায় ও ডিজিএফআইয়ের প্রেসক্রিপশনে সংবাদ প্রচার হয়েছে।”
এ সময় হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমকর্মী এবং প্রতিষ্ঠানগুলোকে ২৪ এর আন্দোলন পরবর্তী বাংলাদেশে সঠিক সংবাদ প্রচার ও প্রকাশের আহ্বান জানান। তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা সরকার যা শুনতে চায় তা নয়, বরং যা শুনতে চায় না সেই বিষয়গুলো তুলে ধরুন। কারণ সরকারের শুনতে চাওয়ার খবর হলো প্রেস রিলিজ। আর যা শুনতে চায় না সে খবরই প্রকৃত সংবাদ।”
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    



























