জাতীয় প্রেসক্লাবের নির্বাচন এক বছর পেছানো হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরের পরিবর্তে ২০২৫ সালের ডিসেম্বরে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (১৬ নভেম্বর) ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত অতিরিক্ত সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া ছাত্র গণঅভ্যুত্থান পরবর্তী জাতীয় প্রেস ক্লাবের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন।
সভায় বক্তারা সংস্কারের পর নির্বাচনের ব্যাপারে তাদের প্রস্তাব তুলে ধরেন।
প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন ক্লাবের সদস্য মোসাদ্দেক আলী ফালু, আমিরুল ইসলাম কাগজী, সরদার ফরিদ আহমদ, কায়কোবাদ মিলন, মাহবুব আলম, মাহমুদ শফিক, সৈয়দ তোশারফ আলী, বাছির জামাল, শহিদুল ইসলাম, খুরশীদ আলম, সাঈদ খান, খন্দকার আলমগীর হোসেন, ডি এম অমর, রোজী ফেরদৌস, মমতাজ বিলকিস বানু, শাহিন হাসনাত, ওবায়দুর রহমান শাহিন ও সুলতান মাহমুদ।
সভায় বক্তারা ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে প্রেস ক্লাব থেকে বহিষ্কারের দাবি জানান। তারা বিগত কমিটির অনিয়ম ও আর্থিক দুর্নীতি তদন্ত করে তা প্রকাশের আহ্বান জানান। তারা আজকের অতিরিক্ত সভায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সদস্য পদ বাতিলেরও দাবি জানান।
সভায় ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, সৈয়দ আবদাল আহমদ, কবি আবদুল হাই শিকদার, মাসুমুর রহমান খলিলী, মো মোমিন হোসেন, শাহনাজ বেগম পলি এবং কোষাধ্যক্ষ বখতিয়ার রানা উপস্থিত ছিলেন।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























