• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

চালের দাম নিয়ে ‘সুখবর’ দিলেন খাদ্য উপদেষ্টা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৩:১৩ পিএম
চালের দাম নিয়ে ‘সুখবর’ দিলেন খাদ্য উপদেষ্টা
চালের দোকান। ছবি : সংগৃহীত

আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেছেন, “খাদ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না সরকার। তাই দেশের চালের বাজার নিয়ন্ত্রণে ও সরবরাহ বাড়াতে ইতোমধ্যে চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর প্রভাব দামেও পড়বে।”

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চলতি বছর আমনের বাম্পার ফলন হয়েছে জানিয়ে আলী ইমাম মজুমদার বলেন, “আগামী ১৭ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ করা হবে। এবার সাড়ে পাঁচ লাখ টন ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি আমদানি করা হবে দেড় লাখ টন ধান ও গম।”

খাদ্য উপদেষ্টা বলেন, “এবার আমনের দাম প্রতি কেজিতে ৩ টাকা বাড়ানো হয়েছে। এ ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে।”‌

ধান-চাল লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে আলী ইমাম মজুমদার বলেন, “এবার বন্যায় আমন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও লক্ষ্যমাত্রা অর্জনে সর্বোচ্চ চেষ্টা করা হবে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!