যাত্রীদের আরামদায়ক যাত্রা ও যানজট নিরসনে রাজধানীর সব বাস ‘ঢাকা নগর পরিবহন’ নামে চালানোর পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক নজরুল ইসলাম।
সোমবার (১১ নভেম্বর) বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৯তম সভা শেষে তিনি এ কথা জানান। মহানগরীতে গণ-পরিবহনে শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসিতে এ সভা অনুষ্ঠিত হয়।
নজরুল ইসলাম বলেন, “আমরা ছোট (১০-১২ জনের) একটি কমিটি করার সিদ্ধান্ত নিয়েছি। এই কমিটি বিজনেস মডেল এবং বাসগুলো কীভাবে চলবে সেই বিষয়ে রূপরেখা তৈরি করবে। আমরা আগামী ১১ ডিসেম্বর আবার সভা করব।”
ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলেন, “আমরা ঢাকার ৪২টি রুটের কোম্পানিগুলোর বাস নগর পরিবহণ নামেই অপারেট করব। এক্ষেত্রে কোম্পানিগুলোকে বিভিন্ন যোগ্যতায় বিবেচনা করে নির্বাচন করা হবে।”
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























