• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

হিযবুত তাহ্‌রীরের ২ সদস্য গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০২:৪৮ পিএম
হিযবুত তাহ্‌রীরের ২ সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। রাজধানীর তুরাগ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করেছে সিটিটিসি।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

হিযবুত তাহ্‌রীরের ওই দুই সদস্যের পরিচয় জানায়নি পুলিশ। তাদের কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানানো হয়নি।

সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর অধীনে হিযবুত তাহ্‌রীরকে নিষিদ্ধ করা হয়। ‘জননিরাপত্তার জন্য হুমকি’ এবং ‘দেশের আইনশৃঙ্খলাবিরোধী’ হিসেবে চিহ্নিত করে তাঁদের সংগঠন ও কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!