অক্টোবরের প্রথম সপ্তাহে সাত হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ করে আওয়ামী লীগ বলছে, থানায় থানায় গ্রেপ্তার কোটা বেঁধে দিয়েছে সরকার।
বুধবার (৯ অক্টোবর) রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এমন অভিযোগ জানানো হয়।
পোস্টে বলা হয়, থানায় থানায় গ্রেপ্তার কোটা বেঁধে দিয়েছে সরকার। গত ১-৭ অক্টোবরের মধ্যে ৭০০০ জন আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেপ্তার।
আরও বলা হয়, মিথ্যা মামলায় ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ। অথচ বেশির ভাগই নিরপরাধ। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে গত ৭ দিনে ৭০০০-এর বেশি আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। পুলিশ সদর দপ্তর থেকে বার্তা যাওয়ার পর জেলা পুলিশ সুপার থানাগুলোকে ‘গ্রেপ্তার কোটা’ বেঁধে দিয়েছে।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























