রাজধানীর বাড্ডার প্রগতি সরণিতে আকাশ পরিবহনের একটি বাসের চাপায় পিষ্ট হয়ে আইরিন (২৪) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) সকালে ওই সড়কের ফুজি ট্রেড সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইরিন নেক্সট ভেনচার নামের একটি আর্থিক তথ্যপ্রযুক্তি কোম্পানির কর্মী ছিলেন। এ ঘটনার পর নেক্সট ভেনচারের অন্যান্য কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রগতি সরণি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়া উদ্দিন আহম্মেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জিয়া উদ্দিন বলেন, “বাড্ডা ট্রাফিক জোনের অধীন ফুজি ট্রেড সেন্টারের সামনে আকাশ পরিবহন বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে যানজটের সৃষ্টি হয়। বর্তমানে রামপুরা থেকে যমুনা ফিউচার পার্কের দিকে রাস্তার এক পাশের লেনে গাড়ি চলাচল করছে। যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করতে চেষ্টা করা হচ্ছে।”
এ বিষয়ে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্বাস বলেন, “সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর আমরা বাসটিকে জব্দ করেছি। তবে ঘটনাস্থলে চালক ও হেলপারকে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























