ফকিরাপুলে প্রিন্টিং প্রেস থেকে যুবকের লাশ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৩:২০ পিএম
ফকিরাপুলে প্রিন্টিং প্রেস থেকে যুবকের লাশ উদ্ধার

রাজধানীর ফকিরাপুলের পানির ট্যাংকির গলি এলাকায় রনি শেখ (১৯) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার (৬ আগস্ট) দুপুর ১২টায় অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রনির চাচা বিল্লাল শেখ বলেন, ‘‘আমার প্রিন্টিং প্রেসেই ভাতিজা রনি কাজ করত। রাতে সে প্রেসেই ঘুমায়। পরে সকাল ৮টায় খবর পেলাম গলায় ফাঁস দেওয়া অবস্থায় সে আড়ার সঙ্গে ঝুলছে। পরে পুলিশ এসে রনিকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’’

তিনি আরও জানান, ‘‘আইরিন নামের একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল রনির। তার শরীরে ওই মেয়ের নামে ট্যাটু করা আছে। পায়ে সে ধারালো কিছু দিয়ে কেটে রক্তাক্ত করে। ধারণা করছি ওই মেয়ের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে।’’

এ বিষয়ে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আরাফাত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, প্রেমঘটিত কোনো কারণে সে এ কাজ করে থাকতে পারে। 

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান আরাফাত।

Link copied!