চাঁদাবাজি ও নানা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া হেলেনা জাহাঙ্গীরের নামে আরও একটি মামলা হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) রাতে র্যাব-৪-এর একজন পরিদর্শক বাদী হয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন আইনের ৩৫, ৫৫ ও ৭৩ ধারায় রাজধানীর পল্লবী থানায় মামলাটি করেন।
শনিবার (৩১ জুলাই) ভোরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, এ পর্যন্ত হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে রাজধানীর গুলশান ও পল্লবী থানায় মোট ৩টি মামলা করেছে র্যাব।
এর আগে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১ ধারায় একটি মামলা এবং বিশেষ ক্ষমতা আইনে ২৫ বি এর ১(বি) ধারায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ও ২৪(খ); ২০০১ সালের বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন (সংশোধনী/২০১০) এর ৩৪ (খ); ২০১২ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন এর ৩৪(খ) ধারায় অপর একটি মামলা করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৯ জুলাই) হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসভবনে দীর্ঘ ৪ ঘণ্টা অভিযান চালিয়ে রাত ১২টার দিকে তাকে আটক করা হয়।