সরকারি চাকরি পেতে হলে ডোপ টেস্ট নেগেটিভ হতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার (২৫ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন
মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা ‘মানস’ এ সভার আয়োজন করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “সরকারি চাকরি পেতে হলে প্রত্যেককে ডোপ টেস্টের আওতায় আসতে হবে, পজিটিভ হলে তিনি সরকারি চাকরি পাবেন না।”
এ ধরনের একটি কার্যক্রম দ্রুতই শুরু হতে যাচ্ছে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল, “যারা সরকারি চাকরি করছেন তাদেরও ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “বিশেষ করে নিরাপত্তা বাহিনীতে যারা আছেন তাদের ইতোমধ্যে ডোপ টেস্টের আওতায় আনা হয়েছে।”
টেস্টে যারা পজিটিভ হচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন।
তরুণ প্রজন্মের মেধাকে ধরে রাখতে না পারলে আমরা ২০৩০ ও ২০৪০ সালের যে স্বপ্ন দেখছি, তা বাস্তবায়ন সম্ভব নয় বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সেদিকে লক্ষ্য রেখেই আমাদের আইনকে আরও সমৃদ্ধ করেছি।”
মাদক নিয়ন্ত্রণ অধিদফতরকে আরও শক্তিশালী করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মাদক যাতে দেশে না আসে সেজন্য নিরাপত্তা বাহিনীকেও শক্তিশালী করা হয়েছে।”
“প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছিলেন তেমনই মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রেও তিনি জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে বলেছেন।”
সমাজ থেকে ভয়ঙ্কর মাদক দূর করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আসাদুজ্জামান খান কামাল।






























