• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বাধা নেই: পরামর্শক কমিটি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২১, ০৮:৫৪ এএম
শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বাধা নেই: পরামর্শক কমিটি

সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে মত দিয়েছে করোনা-সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে পরামর্শক কমিটির বৈঠক শেষে এ কথা জানানো হয়। রাত পৌনে ১২টার পর্যন্ত এ বৈঠক চলে।

কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা বলেন, "সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ কমে এসেছে। টিকাপ্রাপ্তি অনেকাংশে নিশ্চিত হয়েছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে এখন কোনো বাধা নেই। তবে অবশ্যই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।"

এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়ে দেওয়া হবে বলেও জানান অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা।

এর আগে সকালে জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা দেশের সব স্কুল-কলেজ খুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এরইমধ্যে আমি স্কুল-কলেজ খুলে দেওয়ার নির্দেশ দিয়েছি। শিক্ষকদের টিকাও দেওয়া হয়েছে। শিক্ষকদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদের পরিবারের সদস্যদেরও টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।"

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পরই পরামর্শক কমিটির বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তে মত দেওয়া হয়।

গত বছরের ১৭ মার্চ থেকে করোনাভাইরাসের কারণে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ পর্যন্ত  দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানো হয়।

Link copied!