রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৩০, ২০২২, ০৯:৫১ এএম
রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

রাজধানীর কয়েকটি এলাকায় সোমবার (৩০ মে) ৭ ঘণ্টা গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

রোববার (২৯ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের পাইপলাইনে জরুরি কাজের জন্য সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর থানার মোহাম্মদিয়া হাউজিং, চান মিয়া হাউজিং এবং এর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!