• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

যাত্রাবাড়ীতে ইয়াবাসহ আটক ১


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০৮:০২ পিএম
যাত্রাবাড়ীতে ইয়াবাসহ আটক ১

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকা থেকে ৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মো. হাসিব হোসেন (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) ফ্লাইট লে. ফাতিন সাদাব অরণ্য জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‍্যারের একটি দল জানতে পারে যে কতিপয় মাদক কারবারি একটি যাত্রীবাহী বাসে ইয়াবার চালান চট্টগ্রাম থেকে ঢাকায় বিক্রির উদ্দেশে নিয়ে আসছে।

ওই সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ এর অভিযানিক দল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে। পরে তল্লাশি করে হাসিব হোসেনকে আটক করা হয়।

আটক হাসিবের বাড়ি যশোরের ঝিকরগাছার গঙ্গানন্দপুরে। আটককালে কাঠের দুইটি টুকরার ভেতর থেকে ৩ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানায় র‌্যাব।

Link copied!