• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

বিএনপির বিজয় র‌্যালি দুপুরে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১, ১০:০৯ এএম
বিএনপির বিজয় র‌্যালি দুপুরে

রাজধানীতে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় র‌্যালি করবে বিএনপি।রোববার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হবে এ শোভাযাত্রা।

এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে  শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, “রোববার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে এ বিজয় র‌্যালি শুরু হবে। র‌্যালিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা নেতৃত্ব দেবেন।”

এছাড়া বিজয় র‌্যালিতে অংশ নেওয়ার জন্য নেতাকর্মীদের দুপুর একটার আগেই নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!