• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

বাংলাদেশকে ২৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২, ০৭:৪৯ পিএম
বাংলাদেশকে ২৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশকে ২৫ কোটি মার্কিন ডলার বাজেট সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার ১৫০ কোটি টাকা।

সোমবার (১৮ এপ্রিল) বিশ্বব্যাংক ঢাকা অফিস এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ফাস্ট রিকভারি অ্যান্ড রেজিলেন্স ডেভেলপমেন্ট ক্রেডিটের আওতায় এ ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এ ঋণ করোনা-পরবর্তী উত্তরণের জন্য নেওয়া যেকোনো খাতে ব্যয় করতে পারবে বাংলাদেশ।

রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও বিশ্বব্যাংকের পক্ষে সংস্থাটির ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আনিস ঋণ চুক্তিতে সই করেন।

বিশ্বব্যাংক জানিয়েছে, এই ঋণ পরিশোধে বাংলাদেশ ৩০ বছর সময় পাবে। ঋণ পরিশোধের ক্ষেত্রে পাঁচ বছর গ্রেস পিরিয়ড সুবিধা পাবে বাংলাদেশ। বাকি ২৫ বছরের মধ্যে ঋণ শোধ করতে হবে। এই ঋণের সুদের হার হবে ১ দশমিক ২৫ শতাংশ, সঙ্গে সার্ভিস চার্জ থাকবে শূন্য দশমিক ৭৫ শতাংশ।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!