চিত্রনায়িকা পরীমনির সহকর্মী কস্টিউম ডিজাইনার জুনায়েদ জিমিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (০৬ আগস্ট) রাত ৯টার দিকে গুলশান থেকে তাকে আটক করা হয়। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। গুলশানের একটি শুটিং স্পট থেকে জিমিকে আটক করা হয় তাকে। মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার তথ্যটি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার দুপুরে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) যুগ্ম-কমিশনার হারুন-অর-রশিদ জানিয়েছিলেন, পরীমনির ‘অবৈধ কাজের’ সহযোগীদের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তার করা হবে।
ডিবি কর্মকর্তা বলেন, “নায়িকা পরীমনি যেসব অবৈধ কাজ ও ব্যবসা করতো, সেগুলো কাদের নিয়ে করতো, কাদের সহযোগিতায় করতো, কারা তার নেপথ্যে রয়েছে, আমরা তাদের নাম পেয়েছি। যারাই তার সঙ্গে জড়িত ছিল সবাইকে গ্রেপ্তার করা হবে।”
এদিন বিকেলে রাজধানীর পান্থপথ সিগন্যাল থেকে নাট্য ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি এখন ডিবি হেফাজনে রয়েছেন।