• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে পুলিশের খাদ্য সহয়তা


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ০৭:৩৫ পিএম
নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে পুলিশের খাদ্য সহয়তা

ফরিদপুরের আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নে মধুমতি নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত তিন শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে জেলা পুলিশ।

শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে পোপালপুর ইউনিয়নের বাজড়া চর আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত ক্ষতিগ্রস্তদের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, বিপিএম (সেবা)।

এসময় আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ, সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) সুমন কর, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান, গোপালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরী বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, সাধারণ সম্পাদক মো. ফরিদউদ্দিনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
 

Link copied!