• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

দেশের ১০ জেলায় ১১০ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৮:২০ পিএম
দেশের ১০ জেলায় ১১০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে দেশের ১০ জেলায় ১১০ জনের মৃত্যু হয়েছে। জেলাগুলো হলো- রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, কুষ্টিয়া, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা।

মৃতদের মধ্যে সবচেয়ে বেশি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সেখানো মৃত ১৮ জনের মধ্যে ১৫ জন করোনা আক্রান্ত ছিলেন এবং বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। সেখানে করোনা শনাক্ত হয়েছেন ১৭৬ জন। 

ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত ১৬ জনের মধ্যে ৭ জন করোনায় আক্রান্ত ও বাকি ৯ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

রাজশাহী মেডিক্যালে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৭, নাটোরের ৪, পাবনা ১ জন, জয়পুরহাটে ১ জন এবং চুয়াডাঙ্গার ১ জনের মৃত্যু হয়েছে। ১৪ জনের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ৬ জন।

ময়মনসিংহ মেডিক্যালে হাসপাতালে মারা গেছেন ১২ জন। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় খুলনার ৪ হাসপাতালে মৃত ১০ জনের মধ্যে ৭ জন করোনায় আক্রান্ত ছিলেন।

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জন, টাঙ্গাইলে ৭, চুয়াডাঙ্গায় ৭ এবং বন্দরনগরী চট্টগ্রামে ৩ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, করোনায় শুক্রবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ হাজারে। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৩২৪ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৫৪৩।

Link copied!