ঢাকার গাবতলী সংলগ্ন তুরাগ নদে ডুবে যাওয়া ট্রলারের যাত্রী আরও এক নারী এবং তার মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ নিয়ে মোট সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের আমিনবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর শেখ।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, শনিবারের ওই দুর্ঘটনার পর পাঁচ জনের মৃতদেহ পাওয়া গেলেও দুজন নিখোঁজ ছিল। তাদের মধ্যে রূপায়ন বেগমের (৩০) মরদেহ সোমবার বেলা ১১টার দিকে আমিন বাজার সেতুর নিচে ভেসে ওঠে। আর নৌ পুলিশ মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে ৩ বছর বয়সী জেসমিনের মৃতদেহ উদ্ধার করে।
শনিবার সকালে একটি ট্রলারে চড়ে তুরাগ পার হয়ে গাবতলীর দিকে যাচ্ছিলেন ১৮ জন যাত্রী। কিন্তু মাঝির ভুলে ট্রলারটি একটি বালুবাহী নৌযানের নিচে চলে যায় এবং ডুবে যায়। দিনভর অভিযানে ফায়ার সার্ভিস কর্মীরা সেদিন মোট পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেন।