• ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২, ১৩ মুহররম ১৪৪৬

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৫১ হাসপাতালে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১, ০৭:৩৮ পিএম
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৫১ হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১০৩ জন ঢাকার এবং ৪৮ জন ঢাকার বাইরের।

সোমবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানিয়েছে।

চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৪১ জন। এতে এখন পর্যন্ত ৯৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ৫২৩ জন ঢাকার। বাকি ১৩৯ জন ঢাকার বাইরের অন্য বিভাগের বাসিন্দা।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ হাজার ৭৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ২৪ হাজার ৩৯ জন।

Link copied!