• ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২, ১৩ মুহররম ১৪৪৬

টানা ৬ দিন মৃত্যুহীন দেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২২, ০৫:২৭ পিএম
টানা ৬ দিন মৃত্যুহীন দেশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। টানা ষষ্ঠ দিনেও করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হওয়ায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৩ অপরিবর্তিত রইল। একই সময় ৪২ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬৫ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৮০ শতাংশ।

রোববার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৮ হাজার ৬৪০ জন। একই সময়ে ৫ হাজার ২৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৬ শতাংশ।

Link copied!