শান্তি মিশনে থাকা অবস্থায় ধর্ষণের অভিযোগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বাগেরহাট জেলার পুলিশ সুপার মোক্তার হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক নারী পুলিশ পরিদর্শক।
বৃহস্পতিবার (১২ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আফরোজা আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগকারী ওই নারী পুলিশ কর্মকর্তার বক্তব্য রেকর্ড করেছেন আদালত, তবে এখনো আদেশ দেননি বলে জানান পিপি আফরোজা।
আফরোজা আরও বলেন, বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন ঢাকার সপ্তম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোছা. কামরুন্নাহার।
ভুক্তভোগী ওই নারী পুলিশ কর্মকর্তার অভিযোগ, তিনি দুই বছর আগে সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত ছিলেন। মোক্তার হোসেনও সেখানে ছিলেন। বিয়ের প্রলোভন দেখিয়ে মোক্তার হোসেন সুদানে তাকে ধর্ষণ করেন। বাংলাদেশেও তাকে আরও কয়েকবার ধর্ষণ করা হয়।