ভারতে ইলিশ রপ্তানির সুযোগ আগামী ৫ নভেম্বর পর্যন্ত পাবেন দেশের ইলিশ রপ্তানিকারকরা।
এর আগে গত ৪-২৫ অক্টোবর পর্যন্ত ডিম ছাড়ার সুযোগ দিতে মা ইলিশ ধরা নিষিদ্ধ করেছিল সরকার।
এ সময় পর্যন্ত সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ছিল। এ কারণে অনুমতিপ্রাপ্ত রপ্তানিকারকরা তখন ইলিশ সরবরাহ করতে পারেননি। এই বিবেচনায় সরকার ইলিশ রপ্তানির সুযোগ ৫ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) উপসচিব (রফতানি-২) তানিয়া ইসলামের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ১১৫টি প্রতিষ্ঠানের প্রত্যেক প্রতিষ্ঠানকে ৪০ টন করে ইলিশ রপ্তানিরর অনুমতি দেওয়া হয়। তবে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪-২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করে প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ফলে নির্ধারিত সময়ের মধ্যে ওই প্রতিষ্ঠানগুলো অনুমোদন পাওয়া ইলিশ রফতানি সম্পন্ন করতে পারেনি।
এ বিবেচনায় অনুমোদন পাওয়া অবশিষ্ট ইলিশ রপ্তানি আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর অনুমতি দিয়েছে সরকার। এ ক্ষেত্রে ইলিশ রফতানির সব শর্ত আগের মতোই অপরিবর্তিত থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২০ ও ২২ সেপ্টেম্বর দুই দফায় ৪ হাজার ৬০০ টন ইলিশ ১১৫টি প্রতিষ্ঠানকে ভারতে রপ্তানির অনুমতি দেয় সরকার।