• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

আজকের মতো সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ০৩:৩৩ পিএম
আজকের মতো সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
ছবি: সংবাদ প্রকাশ

আজকের মতো রাজধানীর রামপুরা ব্রিজে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন। 

মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা পৌনে তিনটার দিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ঘোষণা দেন খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া।

সোহাগী সামিয়া বলেন, “আমাদের আন্দোলন চলছে এবং চলমান থাকবে। নিরাপদ সড়কের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলনকে আরও দীর্ঘায়িত করতে আজকের মতো আমরা আন্দোলন স্থগিত ঘোষণা করেছি।”

সোহাগী বলেন, “আগামীকাল আমরা আরও বেশিসংখ্যক শিক্ষার্থীরা একসঙ্গে হয়ে আন্দোলন করব। আজ যারা এসেছি, তারা নিজ নিজ প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে আরও শিক্ষার্থী একত্র করে বুধবার সকাল ১১টা থেকে রামপুরা ব্রিজের ওপর আমরা আন্দোলন শুরু করব।”

এর আগে সোমবার (২৯ নভেম্বর) রাতে রামপুরা এলাকায় ‘গ্রিন অনাবিল’ পরিবহনের বাসের চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে পথচারী ও এলাকাবাসী।

মঙ্গলবার সকাল ১০টার দিকে রামপুরা সড়ক অবরোধ করে স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। এ কারণে রামপুরা সড়কে যান চলাচল সীমিত করেছে ট্রাফিক বিভাগ।

Link copied!