• ঢাকা
  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২, ২৬ রবিউস সানি ১৪৪৭

অবরোধ তুলে নিলেন বিক্ষোভকারীরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ০৭:৫২ পিএম
অবরোধ তুলে নিলেন বিক্ষোভকারীরা
ছবি: সংগৃহীত

অবশেষে প্রশাসনের আশ্বাসে শাহবাগের অবরোধ তুলে নিয়েছে বিক্ষোভ করা সনাতন ধর্মাবলম্বীদের সংগঠনগুলো। 

শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার এ তথ্য জানান।

শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, “ আজ সন্ধ্যার পর বিক্ষোভকারীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ সময় তারা মিছিল সহকারে স্লোগান দিতে থাকে।” 

এখন যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।

এর আগে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন। 

এদিন বিকেল ৪টার দিকে শাহবাগ মোড়ের রাস্তায় বসে তারা বিক্ষোভ শুরু করেন। অবরোধের কারণে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

Link copied!