নন্দিত নাট্য সংগঠন ‘প্রাঙ্গণেমোর’ রবীন্দ্র নাট্যচর্চার কারণে দেশে এবং বিদেশে বিশেষভাবে জনপ্রিয়। তাদের অন্যতম সৃজনশীল প্রযোজনা ‘আমি ও রবীন্দ্রনাথ’।
শুক্রবার ৭ জানুয়ারি) বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চায়ন হয়েছে দর্শকনন্দিত নাটকটি। আটজন শিল্পী মিলে নাটকটি মঞ্চে পরিবেশন করা হয়। নাটকে দেখা গেছে ২১ বছর এবং ৮০ বছরের রবীন্দ্রনাথকে।
নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়।
মঞ্চে দেখা যায়, অথৈ তার বন্ধুর সঙ্গে রবীন্দ্রনাথের স্মৃতিধন্য কৃষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে বেড়াতে যান। একদিন কুঠিবাড়ি দেখতে দেখতে দোতলায় উঠে যায়। হঠাৎ তার সামনে হাজির হন স্বয়ং রবীন্দ্রনাথ। কবি তাকে কুঠিবাড়ি ঘুড়িয়ে দেখার আহ্বান জানান।
এরপর তার সামনে হাজির হয় ভিন্ন ভিন্ন বয়সের রবীন্দ্রনাথ। কবিগুরুর সৃজনশীলতা, কবিতা, প্রেম, অনুরাগ একে একে উঠে আসতে থাকে নাটকে।
রবীন্দ্রনাথের সঙ্গে অথৈও বদলে যেতে থাকে ভিন্ন ভিন্ন বয়সে। বিভিন্ন বয়সের রবীন্দ্রনাথের সঙ্গে অথৈয়ের কথোপোকথন মধ্যে দিয়ে উঠে এসেছে রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম ও তার ব্যক্তিজীবনের নানা দিক।