• ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

বইমেলায় বিক্রির রেকর্ড


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৬:২৩ পিএম
বইমেলায় বিক্রির রেকর্ড

এবারের অমর একুশে বইমেলায় বিক্রির রেকর্ড গড়েছে। প্রায় ৫২ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ১৭ গুণ বেশি। 

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে সমাপনী অনুষ্ঠানে এসব কথা জানান মেলার সদস্য সচিব ও বাংলা একাডেমি পরিচালক জালাল উদ্দিন আহমেদ। 

এদিকে মেলার শেষ দিন বেলা ১১টা থেকে শুরু হয় বইমেলা। চলে রাত ৯টা পর্যন্ত।

এর আগে দুপুর গড়াতেই বাংলা একাডেমি থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয় পাঠক-দর্শনার্থীরা। তবে আজ সবার মনে উচ্ছ্বলতা ছাপিয়ে আছে বেদনার সুরও। কেননা আজই শেষদিন প্রাণের এ মেলার।

চলতি বছরের অমর একুশে বইমেলায় নতুন একটি রেকর্ড দিয়ে শেষ হয়েছে। তা হলো এবারের মেলায় ৫২ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ১৭ গুণ বেশি বলে জানা গেছে।

সমাপনী অনুষ্ঠানে জালাল উদ্দিন আহমেদ বলেন, “এবারের মেলায় কেবল বাংলা একাডেমির এক কোটি ৩৫ লাখ টাকার বই বিক্রি হয়েছে। আর পুরো মেলায় বিক্রি হয়েছে ৫২ কোটি ৫০ লাখ টাকার বই। প্রকাশকদের হিসাব অনুযায়ী গত বছর মেলায় তিন কোটি টাকার বই বিক্রি হয়েছিল। সে অনুযায়ী এবার ১৭ গুণ বেশি টাকার বই বিক্রি হয়েছে।”

বাংলা একাডেমি পরিচালক বলেন, “এবারের মেলায় প্রকাশিত হয়েছে এক হাজার ৪১৬টি নতুন বই। বাংলা একাডেমি পরিচালিত জরিপ অনুযায়ী এবারের মেলায় মানসম্মত বই প্রকাশিত হয়েছে ৯০৯টি, যা মেলায় প্রকাশিত নতুন বইয়ের হিসাবে ২৫ শতাংশ।”

এছাড়া সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাসহ প্রমুখ।

এদিকে করোনা পরিস্থিতির কারণে এ বছর বইমেলা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি। ওইদিন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্যদিকে এবারের মেলা ১৪ দিন হওয়ার কথা থাকলেও পরে প্রধানমন্ত্রী বইমেলা এক মাস বাড়াতে নির্দেশ দেন।

Link copied!