• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

অভিমান+অনুযোগ=অনুরাগ


নাহিদা আশরাফী
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০১:৩৮ পিএম
অভিমান+অনুযোগ=অনুরাগ

অভিমানের লালচে আঁচড়
বুকেই লেগেছিল
পাতার পদ্য দুঃখ এঁকে
কোথায় যে লুকালো!
লুকিয়ে থাকো, ডাকবো আবার
একলা হলে ফের
আমরা তখন কেউ কারো না
শুধুই অরণ্যের...


হৃদয়খানা ভাঙলে যখন, রক্তজমা বুকে
ঘৃণার হাঙর দাতটা বসায় গন্ধ শুকে শুকে
তার অনুযোগ কত! তোমার ক্ষোভও ঢের
মধ্যিখানে ভালোবাসাই একলা হলো ফের।


প্রেমটা যদি লাঙ্গল হতো, মায়াটা তার ফলা
হৃদয় আঁচড়ে পেয়ে যেতে উর্বরা বীজতলা
মিঠেরঙা আদর পেলে কী আর বলো লাগে
অনুরাগের শস্য তখন বুকের অগ্রভাগে।

Link copied!