• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

খোকার চিঠি । রাজীব কুমার দাশ


রাজীব কুমার দাশ
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০৫:১৭ পিএম
খোকার চিঠি ।  রাজীব কুমার দাশ

বিশ্বাস করো মা আমি অনেক চেষ্টা
করেছি
তুমি ভোরে উঠিয়ে যেভাবে পড়াতে
বারবার বলতে
‘খোকা! প্রাথমিক বৃত্তিটা এনে দে বাবা। তোর বাবা আজও অনেক বকেছে।’
সেই দিন তোমার চোখে মুখে দেখেছি হতাশা
দীর্ঘল দীর্ঘশ্বাস অতল সমুদ্র কান্না।

তোমার কান্না থামাতে
                   সেই হতে এই পর্যন্ত আমি দৌড়েছি দৌড়েছি
                 শুধু দৌড়েছি
কোথাও থামিনি।

ভণ্ড তাপগতীয় সিস্টেম আদলে কেড়ে নিয়েছে
সকালের সোনা রোদ
                  আশৈশব স্মৃতি
     সমৃদ্ধ যৌবন
থামতে পারিনি কখনো।

মুকস্হ দৌড়ে আমি হেরে গেছি মা
                 লক্ষ কোটি বদমাইশ চোর বাটপার ধর্ষক ভণ্ড সিস্টেম
                কেড়ে নেওয়া সংস্কৃতি দৌড়ে
সেই হতে এই পর্যন্ত আমি পিছিয়ে আছি।
চিন্তা করো না মা
না মরে বেঁচে তো আছি।

Link copied!