• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

নজরুলের জন্মদিনে ছুটি ঘোষণা করা হোক: খিলখিল কাজী


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মে ২৫, ২০২৩, ১২:৪২ পিএম
নজরুলের জন্মদিনে ছুটি ঘোষণা করা হোক: খিলখিল কাজী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে ছুটি ঘোষণা করার দাবি জানিয়েছেন কবির নাতনি খিলখিল কাজী।

বৃহস্পতিবার (২৫ মে) জাতীয় কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কবির নাতনি এসব কথা বলেন।

খিলখিল কাজী বলেন, “পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে ছুটি ঘোষণা করা হয়। আমরা অনেকদিন ধরে বলে আসছি কাজী নজরুল ইসলামের জন্মদিনেও ছুটি ঘোষণা করা হোক। ছুটি ঘোষণা করা হলে নির্যাতিত নিপীড়িত মানুষসহ সর্বস্তরের মানুষ জানতে পারবে আমরা যে ছুটি পেলাম সেটা কাজী নজরুল ইসলামের জন্মদিনের।”

তার লেখনিগুলো শুধু বাংলার মধ্যে রাখলে হবে না, বিভিন্ন ভাষায় অনুবাদ করে সেগুলো পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে উল্লেখ করে খিলখিল কাজী বলেন, “১৯২১ সালে কালজয়ী বিদ্রোহী কবিতা তিনি লিখেছিলেন। ব্রিটিশবিরোধী আন্দোলনে এটি মানুষকে উজ্জীবিত করেছে এবং মুক্তিযুদ্ধেও মানুষকে অনুপ্রাণিত করেছিল।”  

তিনি আরও বলেন, “জাতিসংঘের কাছে আবেদন করেছি, কবিতাটি হ্যারিটেজ করা হোক এবং পৃথিবীর বুকে কবিতাটি রেভেল করে ছড়িয়ে দেওয়া হোক। তিনি মানুষকে নিয়ে লিখেছেন বলে আজও প্রাসঙ্গিক।” 

Link copied!