• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

হাসপাতালে ভর্তি কবি হেলাল হাফিজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ১১:৪১ এএম
হাসপাতালে ভর্তি কবি হেলাল হাফিজ

শারীরিক অসুস্থতার কারণে কবি হেলাল হাফিজকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কবির চিকিৎসার সার্বিক দায়িত্বে রয়েছেন সেনাবাহিনীর মেজর ডা. আশেকুজ্জামান।  

বিষয়টি নিশ্চিত করে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেছেন, ৭২ বছর বয়স্ক হেলাল হাফিজের শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। বুধবার থেকে তার মেডিকেল চেকআপ শুরু হবে।

কবি হেলাল হাফিজ শাহবাগের একটি আবাসিক হোটেলে থাকতেন। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানাবিধ জটিলতায় ভুগছিলেন। 

হেলাল হাফিজের জন্ম নেত্রকোনায় ১৯৪৮ সালের ৭ অক্টোবর।  তার প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ ১৯৮৬ সালে প্রকাশিত হয়। এটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ২০১৪ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘বেদনাকে বলেছি কেঁদো না’ প্রকাশিত হয়েছে ২০১৯ সালে।

Link copied!