সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য এ বছর এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন অনলাইন নিউজ পোর্টাল ‘সংবাদ প্রকাশ’-এর সম্পাদক, কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এছাড়া নবীন শাখায় ‘মৃত অ্যালবাট্রস চোখ’ গল্পগ্রন্থের জন্য এই পুরস্কার পেয়েছেন ফাতেমা আবেদীন।
সোমবার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে এবং দেশের নবীন-প্রবীণ কথাশিল্পীদের শিল্প সৃষ্টিতে প্রেরণা জোগাতে ২০১৫ সালে প্রবর্তিত হয় পুরস্কারটি। এক্সিম ব্যাংকের সহযোগিতায় পাক্ষিক ‘অন্যদিন’-এর উদ্যোগে সপ্তমবারের মতো এ পুরস্কার দেওয়া হচ্ছে।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে কথাসাহিত্যিক সেলিনা হোসেন সংবাদ প্রকাশকে বলেন, “১৯৬৪ সাল থেকে আমি লেখালিখি করে আসছি। ২০২১ সালে এসেও লিখছি। দীর্ঘ প্রায় ৫৭ বছর ধরে সাহিত্যচর্চা করেছি। তাই সাহিত্যের সামগ্রিক অবদানের জন্য পুরস্কার পাওয়া আমার জন্য একটি বড় দিগন্ত।”
আগামী ১২ নভেম্বর শুক্রবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি দেওয়া হবে। পুরস্কারপ্রাপ্ত প্রবীণ-নবীন দুই কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও ফাতেমা আবেদীন পুরস্কার হিসেবে পাবেন যথাক্রমে পাঁচ লাখ ও এক লাখ টাকাসহ উত্তরীয়, ক্রেস্ট ও সনদপত্র।