কিছুটা চলার পরে পথ হারিয়েছি কিছুদিন
গোধূলি, প্রভাত রাত গুলিয়ে গিয়েছে সবকিছু
চিঠি লেখা, লিখে ছিঁড়ে ফেলা
বেশ লাগে,
আবোল তাবোল, উড়ো খই
সিডাকসন ডিসেকশন খোলা চুল অভিমান
সবেতেই একই অনুভব।
রাজা নেই মন্ত্রী নেই অনাদি অনন্ত নেই
চিলেকোঠা দুপুরের চিল
অশ্রু স্ফটিক নেই, স্থলিত আঁচল নেই
পলিমাটি ধোঁয়া ধোঁয়া ছাই
আছে, নেই, ভালোবাসি তাই
এই তো কদিন পরে ভালোবেসে সবাই বেরোবে
ভিড় ও আলোর ছটা
সাত সমুদ্র তেরো নদী, বিলোল নয়ন
জরিপারে সুতনুকা পরী
সালসা ও আনন্দ লহরী।
যারা পথ হারিয়েছে তারা জেনো কোথাও যাবো না
দুরুদুরু বুক আর অনেক প্রশ্ন নিয়ে
স্থবির হয়েই থেকে যাবো
গন্ধরাজ ফুলের আশায়।
না চাহিলে কেহ না ফিরায়...
সবাই যখন যাবে ভিখিরি বহুল নগরীতে
এখানে দুচোখ লাল, মদ নেশা আরোপিত ভুল
এই নিয়ে কেটে যাবে কিছুটা সময়
প্রতিদিন খর্বকায় প্রতিদিন অসামাজিক
হতে হতে একদিন আশা রাখি
ভুলে যাবো ভয়।
কখনো প্রবাহধারা, জীবনের চেয়ে বেশি হয়।