১৪ ফেব্রুয়ারি উদযাপিত হয়ে গেল বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসার বিশেষ এই দিনটিতে একসঙ্গে পথচলার প্রতিশ্রুতি নিয়েছে বিশ্বের কয়েক শ প্রেমিক যুগল। নতুন করে ভালোবাসার প্রকাশ হয়েছে, কেউ আবার পুরোনো ভালোবাসাকেই নতুন করে উজ্জীবিত করেছে। এমন দিনে ভালোবাসার বিশেষ কিছু হবে এই আয়োজনই চলে বিশ্বজুড়ে। ঠিক তেমনটাই ঘটল মেক্সিকো সিটিতে। ভালোবাসার বিশেষ এই দিনটিতে বিবাহ বন্ধনে বাঁধা পড়েছে দেশটির ৬৬১টি জুটি।
বার্তা সংস্থা এএফপির খবরে জানা যায়, স্থানীয় সময় সোমবার ভালোবাসা দিবস উপলক্ষে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির শহরতলিতে গণবিয়ের আয়োজন করা হয়। যেখানে জড়ো হয়েছিলেন ৬৬১ জুটি। সব বয়সী প্রেমিক যুগলই উপস্থিত ছিল সেই বিয়েতে।
করোনা মহামারির মধ্যে আয়োজিত এই বিয়েতে স্বাস্থ্যবিধিও মানা হয়। সবাই মাস্ক পরে সেখানে উপস্থিত হয়। বিয়ের জন্য ৬৬১টি পরিবারকে একই স্থানে নিয়ে আসাটা বড় রকমের চ্যালেঞ্জিং ছিল বলে জানায় আয়োজকরা।
গণবিয়ের আয়োজনে ৭৪ বছর বয়সী ফ্রান্সেসকো কালভোর সঙ্গে বিয়ে হয় ৬৮ বছরের রোসালিভা সিলভা। এমন আয়োজনে বিয়ে করা অনুভূতি প্রকাশ করে রোসালিভা বলেন, ‘আমি ভাবতেও পারিনি আমার জীবনে আবারও আনন্দ আসবে। আমার জীবনে আবারও ভালোবাসা এসেছে।‘
গণবিয়েতে অংশ নেওয়া ৪০ বছর বয়সী জোনাথন গার্সিয়া বলেন, ‘এটি আমাদের জন্য় পারিবারিক প্রথা। আমার দুই বোনের বিয়েও এভাবেই হয়েছে। তারা এখন অনেক সুখী। তাই আমিও এভাবেই বিয়ের করে ঐতিহ্য ঠিক রেখেছি।‘
মেক্সিকোর সিউদাত নেজাহুয়ালসয়তল শহরের কাউন্সিল কর্মকর্তা মারিয়া দারিঙ্কা রেনডন বলেন, ‘আয়োজন করাটা চ্যালেঞ্জিং ছিল। এই আয়োজনে বিনা মূল্যে বিয়ের সনদ দেওয়া হয়। এটা একটা বড় সুবিধা হয় তাদের জন্য।’