• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

গানে গানে ‘কাঁচা বাদাম’ বিক্রি করেই ভাইরাল!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ১১:০৮ এএম
গানে গানে ‘কাঁচা বাদাম’ বিক্রি করেই ভাইরাল!

“হাতের বালা, পায়ের চুরি, সিটি গোল্ডের চেন দিয়ে যাবেন। আজি সমান সমান বাদাম পাবেন... বাদাম বাদাম দাদা বাদাম বাদাম, বাদাম আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম। আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম। আছে কাঁচা বাদাম...”- গানটি ইতোমধ্যেই অনেকেই শুনেছেন। সম্প্রতি  নেটদুনিয়ায় ছাপিয়ে বেড়াচ্ছে এই গানটি। গানে গানে কাঁচা বাদাম বিক্রি করার এই গানের ভিডিও এখন ইউটিউব ও ফেসবুকপ্রেমিদের আগ্রহের শীর্ষে রয়েছে।

শুধু তাই নয়, সীমানা পেরিয়ে এই গান বাংলাদেশেও এখন জনপ্রিয়। ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানটি রিমিক্স করেছেন দেশের শিল্পীরাও।

রতের বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন। গানে গানে ‘কাঁচা বাদাম’ বিক্রি করেন তিনি। বাদাম বেঁচতে নতুন এই গান বেধেছেন। গানের কথা ও সুর নিজেই মিশিয়েছেন। যা শুনে মাতোয়ারা নেটদুনিয়ার ভক্তরা। ‘কাঁচা বাদাম’ শিরোনামে ভুবনের এই গানটি এখন প্রত্যেকটি প্ল্যাটফর্মের নজর কাড়ছে।

ভিডিওতে দেখা যায়, পুরনো বাইকের পেছনে বাদামের বস্তা চাপিয়ে গান গাইতে গাইতে বাদাম বিক্রি করছেন ভুবন। ভুবন বলেন, ‘আগে সাইকেল চালিয়ে গ্রামে গ্রামে ঘুরে বাদাম বিক্রি করতাম। এখন মোটরবাইকে চড়ে বাদাম বিক্রি করি। ১৫ হাজার টাকায় পুরনো একটি বাইক কিনেছি।"

গানে গানে বাদাম বিক্রি স্থানীয়দেরও কৌতুহলী করেছে। ভুবনের 'কাঁচা বাদাম' বিক্রির গানটি ভিডিও ধারণ করে ইউটিউব ও ফেসবুকে দিয়ে  দেওয়া হয়। এরপরই বিশ্বজুড়ে নেটভক্তদের কৌতুহলও বেড়ে যায়। ইউটিউব খুললেই এখন গানটি ভেসে উঠছে।

নিজের লেখা, সুর দেওয়া ও গাওয়া 'বাদাম গান' বহুল প্রশংসিত হওয়ায় স্বাভাবিকভাবেই খুশির ছোঁয়া বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের গলায়। ভুবন বললেন, "মোবাইলে আমার গান দেখছে সবাই। দেখা হলেই সবাই এসে আমার গানের প্রশংসা করে যাচ্ছে। ভালোই লাগছে।"

নিজের ভাইরাল কীর্তি নিয়ে ভুবন বাদ্যকর সহাস্যে বললেন, "হ্যাঁ, আমিই লিখেছি, আমারই তৈরি। আমারই সুর, আমারই গলা। চিন্তাভাবনা করতে করতেই করেছি।"

তিনি জানান, "এর আগে বাউল গান করেছি। এখন আমি ঝাড়খণ্ড থেকে বাংলার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বাদাম ফেরি করি। সেই বাদাম কী করে বিক্রি করা যায়, সেই থেকেই ভাবনাচিন্তা। তারপরই গান লেখা।"

ভুবন বাদ্যকর জানালেন, "গান শুনে বহু মানুষই বাদাম কিনতে আসছেন। কেউ ৫ টাকার বাদাম কিনছেন, কেউ ১০ টাকার। বিক্রিবাটা ভালোই চলছে।"

Link copied!