প্রতি বছরই গিনেস ওয়াল্ড রেকর্ডে অসংখ্য কৃতিত্বের নাম উঠে। কিন্তু এক বছরে গিনেস বুকে সর্বোচ্চ সংখ্যক রেকর্ড করেও রেকর্ড করেছের এক ব্যক্তি। নাম তার আইডাহোর ডেভিড রাশ। ২০২১ সালের প্রতি সপ্তাহেই একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙতেন তিনি। সব মিলিয়ে এক বছরে তার গিনেক রেকর্ড সংখ্যা দাড়িয়েছ ৪২টি। যা এই যাবতকালের সর্বোচ্চ। নিজের ওয়েবসাইটে নিজেকে বর্ণনা করে আইডাহোর ডেভিড রাশ বলেন, "বিশ্বের সবচেয়ে বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস খেতাবধারীদের তিনি একজন।"
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস খেতাবধারীদের একজন হওয়া সহজ কিছু ছিল না বলেও জানান রাশ। ২০১৫ সাল থেকে ১৫০টিরও বেশি রেকর্ড গড়েছেন তিনি। এর মধ্যে গত এক বছরেই তিনি ৪২টি রেকর্ড ভেঙেছেন।
এনপিআরকে রাশ জানান, এক সপ্তাহে একটি করে রেকর্ড ভঙ্গ করেছন তিনি। এই মিশনের লক্ষ্য ছিল, তাদের অনুপ্রাণিত করা যারা কঠিন জিনিসগুলো সম্ভব করতে সারাক্ষণ লড়াই করছে।
একটি ব্লগ পোস্টে রাশ জানান, রেকর্ড ভঙ্গের মিশনের মধ্যে রয়েছে বাউন্সিং, পিং পং বল, মুখে ফল এবং মার্শম্যালো ধরা, জাগলিং এবং খুব দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন কাজ করা।
রাশ বলেন, "আমি একটি সুইস বলের উপর দাঁড়িয়ে সামুরাই তলোয়ার ব্যবহার করেছি, দীর্ঘতম সময় চোখ বেঁধে জাগলিং করেছি। আগেরবার এটি ২২ মিনিট ৭ সেকেন্ড ছিল। এবার এই রেকর্ড ভেঙে ৩২ মিনিট ৭ সেকেন্ড করেছি।“রাশ সেই মুহুর্তগুলোর কয়েকটির একটি ভিডিও পোস্ট করেন।
এদিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একজন মুখপাত্রও নিশ্চিত করেছেন, রাশ ২০২১ সালের ৫২ সপ্তাহে মোট ৪৩টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খেতাব অর্জন করেছেন।